রাজধানীর গাবতলী ও মিরপুর এলাকার বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে পাহারা বসিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা কিছুক্ষণ পরপর হরতালবিরোধী মিছিল ও মোটরসাইকেলে শোডাউন করছেন।
আজ রোববার সকালে গাবতলীতে একদল তরুণকে মোটরসাইকেলে টার্মিনালের সামনে লাঠিসোঁটা নিয়ে সোডাউন করতে দেখা গেছে।
বাংলা কলেজ ছাত্রলীগের নেত-কর্মীরাও মিরপুর সড়কে মিছিল করেছেন। এ ছাড়া মিরপুর ১ নম্বরে মহিলা আওয়ামী লীগের নেত্রী সাবিনা আক্তার তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।
মিছিলে ইব্রাহীমপুর, উত্তর কাফরুল আওয়ামী লীগ, স্থানীয় মহিলা লীগের নেতা-কর্মীরাও অংশ নিয়েছেন।