হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় বাজারে আগুন, পুড়েছে ৩০ দোকান

গজারিয়া (প্রতিনিধি) মুন্সিগঞ্জ 

প্রতীকী ছবি।

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মার্কেটে আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাত ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকার আলী আহমদ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার বলেন, গতকাল বুধবার রাত ৩টার দিকে ভাটেরচর বাস স্ট্যান্ডসংলগ্ন একটি সেলুনে প্রথম আগুন দেখতে পান তাঁরা। পরে সেটি আশপাশে ছড়িয়ে পড়ে। খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

ক্ষতিগ্রস্ত দোকানি আক্তার হোসেন বলেন, তাঁর দোকানে নগদ ৫ লাখ টাকাসহ আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মুদিদোকানি দেলোয়ার হোসেন বলেন, তাঁর দোকানে থাকা মালামাল সব পুড়ে গেছে। তাতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক আজকের পত্রিকাকে বলেন, প্রথমে একটি সেলুনে আগুন লাগে। পরে আশপাশের অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গজারিয়ায় বাজারে আগুন। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরও বলেন, আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুনে কতগুলো দোকান পুড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা