হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় বাজারে আগুন, পুড়েছে ৩০ দোকান

গজারিয়া (প্রতিনিধি) মুন্সিগঞ্জ 

প্রতীকী ছবি।

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মার্কেটে আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাত ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকার আলী আহমদ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার বলেন, গতকাল বুধবার রাত ৩টার দিকে ভাটেরচর বাস স্ট্যান্ডসংলগ্ন একটি সেলুনে প্রথম আগুন দেখতে পান তাঁরা। পরে সেটি আশপাশে ছড়িয়ে পড়ে। খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

ক্ষতিগ্রস্ত দোকানি আক্তার হোসেন বলেন, তাঁর দোকানে নগদ ৫ লাখ টাকাসহ আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মুদিদোকানি দেলোয়ার হোসেন বলেন, তাঁর দোকানে থাকা মালামাল সব পুড়ে গেছে। তাতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক আজকের পত্রিকাকে বলেন, প্রথমে একটি সেলুনে আগুন লাগে। পরে আশপাশের অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গজারিয়ায় বাজারে আগুন। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরও বলেন, আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুনে কতগুলো দোকান পুড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯