হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় বাজারে আগুন, পুড়েছে ৩০ দোকান

গজারিয়া (প্রতিনিধি) মুন্সিগঞ্জ 

প্রতীকী ছবি।

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মার্কেটে আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাত ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকার আলী আহমদ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার বলেন, গতকাল বুধবার রাত ৩টার দিকে ভাটেরচর বাস স্ট্যান্ডসংলগ্ন একটি সেলুনে প্রথম আগুন দেখতে পান তাঁরা। পরে সেটি আশপাশে ছড়িয়ে পড়ে। খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

ক্ষতিগ্রস্ত দোকানি আক্তার হোসেন বলেন, তাঁর দোকানে নগদ ৫ লাখ টাকাসহ আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মুদিদোকানি দেলোয়ার হোসেন বলেন, তাঁর দোকানে থাকা মালামাল সব পুড়ে গেছে। তাতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক আজকের পত্রিকাকে বলেন, প্রথমে একটি সেলুনে আগুন লাগে। পরে আশপাশের অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গজারিয়ায় বাজারে আগুন। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরও বলেন, আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুনে কতগুলো দোকান পুড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’