হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় সবজি কিনে ফেরার পথে দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় আড়ত থেকে সবজি কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০) এবং একই এলাকার আব্দুস সামাদের ছেলে ছানোয়ার হোসেন (৪৫)। নিহতরা স্থানীয় কাটিগ্রাম বাজারের সবজি ব্যবসা করতেন।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু। তিনি বলেন, ‘নিহতদের একজনের মরদেহ সদর হাসপাতালে ও অপরজনের মরদেহ গোলড়া থানায় রাখা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। গোলড়া থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর বন্দর আড়ত থেকে সবজি কিনে তিন চাকার ভ্যানের মাধ্যমে কাটিগ্রাম যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুস সালাম ও ছানোয়ার হোসেন। 

পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী একটি কাভার্ড ভ্যানকে অতিক্রম করতে গিয়ে তিন চাকার ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম নিহত হন। গুরুতর অবস্থায় ছানোয়ার হোসেনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস