হোম > সারা দেশ > ঢাকা

শিশুর রিমান্ড ও কোমরে দড়ি পরানো ভুল হয়েছে: হাইকোর্টে রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার ১৭ বছরের শিক্ষার্থীকে রিমান্ডে নেওয়া এবং কোমরে দড়ি পরানো ভুল হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ ভুল স্বীকার করায় এই সংক্রান্ত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। 

আজ সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। 

শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেছেন, ‘তাকে রিমান্ডে নেওয়া ও দড়ি পরানোর বিষয়টি ভুল হয়ে গেছে। এ বিষয়ে সরকার পদক্ষেপ নেবে, যাতে এ রকম ভুল না হয়। তার রিমান্ড বাতিল করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।’

এরপর আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, আপনারা আবেদনের ওপর একটি পর্যবেক্ষণ দিতে পারেন। রুল দিতে পারেন। 

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ বলেন, রুল দিলে এটা আরও সমস্যা হতে পারে। এরপর আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। 

এর আগে ওই শিশুর বিষয়ে গতকাল রোববার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান