কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার ১৭ বছরের শিক্ষার্থীকে রিমান্ডে নেওয়া এবং কোমরে দড়ি পরানো ভুল হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ ভুল স্বীকার করায় এই সংক্রান্ত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।
আজ সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেছেন, ‘তাকে রিমান্ডে নেওয়া ও দড়ি পরানোর বিষয়টি ভুল হয়ে গেছে। এ বিষয়ে সরকার পদক্ষেপ নেবে, যাতে এ রকম ভুল না হয়। তার রিমান্ড বাতিল করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।’
এরপর আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, আপনারা আবেদনের ওপর একটি পর্যবেক্ষণ দিতে পারেন। রুল দিতে পারেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ বলেন, রুল দিলে এটা আরও সমস্যা হতে পারে। এরপর আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
এর আগে ওই শিশুর বিষয়ে গতকাল রোববার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।