হোম > সারা দেশ > ঢাকা

‘বাঙালি স্বাধীনতার স্বাদ পেয়েছিল ১০ জানুয়ারি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীনতার পূর্ণ স্বাদ এই জাতি পেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান। আজ সোমবার সকাল ১১টায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবদুর রহমান। তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমরা বিজয় পেয়েছিলাম; হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। কিন্তু সেদিন আমাদের মধ্যে কোনো আনন্দ-উত্তেজনা ছিল না। সবার একটাই প্রার্থনা ছিল যে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেন বাংলার মাটিতে আমরা ফিরে পাই। সকলের প্রার্থনার ফলে আমরা আমাদের মহান নেতাকে আমাদের মাঝে ফিরে পেয়েছিলাম।’

ইন্দিরা গান্ধীর অক্লান্ত পরিশ্রমের ফলে বঙ্গবন্ধুকে বাংলাদেশ ফিরে পেয়েছে উল্লেখ করে আবদুর রহমান বলেন, ‘মিসেস গান্ধীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা যদি না থাকত, তাহলে আমরা আমাদের প্রিয় নেতাকে ফিরে পেতাম কি-না, তা নিয়ে সন্দেহ হয়। তাই আমাদের অকৃত্রিম বন্ধু ভারতবাসী ও মিসেস গান্ধীকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। যত ষড়যন্ত্র আসুক না কেন, ৭১ সালের মতন এখনো বাংলাদেশে কোনো ষড়যন্ত্র টিকবে না বলে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘জনগণের আস্থার জায়গায় যারা পৌঁছাতে পারে না, তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে যায়। তাদের কারণেই স্বাধীনতার ৫০ বছর পরও সাম্প্রতিক অপশক্তির বিরুদ্ধে আমাদের আজও লড়াই করতে হয়। আজও কথা বলতে হয়।’

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লেখক ও বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে