হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট টাওয়ারে উঠে পড়লেন নারী, পরে উদ্ধার

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট টাওয়ারের ৬০ ফুট উঁচু পর্যন্ত উঠে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

জাতীয় জরুরি সেবার পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, আজ বুধবার সকাল ৯টার পর বিষয়টি জানা যায়। পরে এক প্রত্যক্ষদর্শী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ বুধবার সকাল সাড়ে ৯টায় একজন কলার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানান, ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইতুল মোকাররমের মহিলা গেটের কাছে ফ্লাডলাইট টাওয়ারে আনুমানিক ৬০ ফুট উঁচুতে উঠে বসে আছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।’

পরে ৯৯৯-থেকে সংবাদ পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে উদ্ধার করেন। পরে তাঁকে পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ