হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে পথচারী নিহতের ঘটনায় মামলা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন মোল্লা (৭০) নামে এক পথচারী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে নিহতের স্ত্রী মঞ্জু আরা বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় ৫৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০/৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আনসারুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গত মঙ্গলবার আধারা গ্রাম থেকে রমিজ মিঝির ছেলে নিজাম মিঝি (৫২), মঞ্জিল হক মিঝির ছেলে সানাউল্লাহ মিঝি (৫০), মমিন আলী বেপারীর ছেলে সেলিম (৪০) ও শাহ ইসলামকে (৫০) আটক করা হয়। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, গত সোমবার বিকেলে আধারা ইউনিয়নের আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি আলী হোসেন ও আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ হোসেনের গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে সংঘর্ষ শুরু হয়। রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে পথচারী মনির হোসেনসহ ১১ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে গুলিবিদ্ধ মনির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন