হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে পথচারী নিহতের ঘটনায় মামলা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন মোল্লা (৭০) নামে এক পথচারী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে নিহতের স্ত্রী মঞ্জু আরা বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় ৫৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০/৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আনসারুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গত মঙ্গলবার আধারা গ্রাম থেকে রমিজ মিঝির ছেলে নিজাম মিঝি (৫২), মঞ্জিল হক মিঝির ছেলে সানাউল্লাহ মিঝি (৫০), মমিন আলী বেপারীর ছেলে সেলিম (৪০) ও শাহ ইসলামকে (৫০) আটক করা হয়। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, গত সোমবার বিকেলে আধারা ইউনিয়নের আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি আলী হোসেন ও আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ হোসেনের গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে সংঘর্ষ শুরু হয়। রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে পথচারী মনির হোসেনসহ ১১ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে গুলিবিদ্ধ মনির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার