হোম > সারা দেশ > ঢাকা

শিবচর থানার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নূর আলম

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): মাদারীপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর আলম। গত মে মাসের কার্যক্রম বিবেচনায় তিনি এই স্বীকৃতি পান। গতকাল মঙ্গলবার রাতে তাঁর হাতে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন।

শিবচর থানা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন ফরিদপুর জেলার নগরকান্দার নূর আলম মিয়া। চাকরিজীবনে মাদারীপুর জেলা পুলিশ, র‍্যাব-২, মুন্সিগঞ্জ জেলা পুলিশে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। কয়েক মাস আগে তিনি আবার মাদারীপুর পুলিশে যোগদান করেন। বর্তমানে শিবচরের ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্ব পালন করছেন। ভদ্রাসন তদন্ত কেন্দ্রে দায়িত্ব নেওয়ার পর ভদ্রাসন, ভান্ডারীকান্দি ও উমেদপুর এলাকাসহ কয়েকটি উপজেলায় মাদকের বিরুদ্ধে তার বলিষ্ঠ পদক্ষেপ দেখা গেছে। এ এলাকায় মাদক দমনে তাঁর পদক্ষেপ প্রশংসিত হচ্ছে।

স্বীকৃতির বিষয়ে উপপরিদর্শক নূর আলম মিয়া বলেন, 'আমি সব সময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। তা ছাড়া মাদকের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে রয়েছি। মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়।'

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত