হোম > সারা দেশ > ঢাকা

স্বপন ও মালেককে খুঁজে পাচ্ছে না পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তান সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনো মেহেদি হাসান স্বপন ও আব্দুল মালেক নিখোঁজ রয়েছেন। তাঁদের স্বজনেরা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের মধ্যে স্বপন বাংলাদেশ স্যানিটারি দোকানের ম্যানেজার এবং আব্দুল মালেক রং মিস্ত্রি। 

স্বপনের দুলাভাই মো. আবু তাহের বলেন, ‘আমার শ্যালক মেহেদি হাসান স্বপন এখনো নিখোঁজ। হাসপাতাল বা অন্য কোথাও তাঁর খোঁজ মেলেনি। স্বপন যে দোকানে কাজ করত, সেই দোকানমালিক আব্দুল মোতালেব মিন্টু সম্পর্কে আমার ভাই। ১২ বছর ধরে স্বপন ওই দোকানে কাজ করত। দুর্ঘটনার পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।’ 

স্বপনের দুই ছেলেমেয়ে ও তাঁর স্ত্রী অপেক্ষায় রয়েছে জানিয়ে আবু তাহের বলেন, স্বপনের ১০ বছরের এক ছেলে ও ৬ বছরের এক মেয়ে রয়েছে। তাঁরা রামপুরায় থাকে। তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে দোকানের মালিকের বাসায় আছেন। তাঁর সন্ধান পেতে সেখানে অপেক্ষা করছে। ফায়ার সার্ভিস বলছে উদ্ধার অভিযান চলছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার সময় ওই দোকানে তাঁর সঙ্গে আশিক ও মির্জা নামে আরও দুজন কর্মচারী ছিলেন। তাঁরা গুরুতর আহত হয়ে শেখ হাসিনা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন। 

এদিকে আব্দুল মালেক একজন রং মিস্ত্রি। তাঁর বাবার নাম মো. রতন। তাঁদের গ্রামের বাড়ি নেত্রকোনা কলমাকান্দা। মালেকের বাবা রতন ভবনের সামনে দাঁড়িয়ে ছেলেকে খুঁজছেন। এখনো ছেলের কোনো সন্ধান পাননি বলে জানিয়েছেন তিনি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন