হোম > সারা দেশ > ঢাকা

স্বপন ও মালেককে খুঁজে পাচ্ছে না পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তান সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনো মেহেদি হাসান স্বপন ও আব্দুল মালেক নিখোঁজ রয়েছেন। তাঁদের স্বজনেরা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের মধ্যে স্বপন বাংলাদেশ স্যানিটারি দোকানের ম্যানেজার এবং আব্দুল মালেক রং মিস্ত্রি। 

স্বপনের দুলাভাই মো. আবু তাহের বলেন, ‘আমার শ্যালক মেহেদি হাসান স্বপন এখনো নিখোঁজ। হাসপাতাল বা অন্য কোথাও তাঁর খোঁজ মেলেনি। স্বপন যে দোকানে কাজ করত, সেই দোকানমালিক আব্দুল মোতালেব মিন্টু সম্পর্কে আমার ভাই। ১২ বছর ধরে স্বপন ওই দোকানে কাজ করত। দুর্ঘটনার পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।’ 

স্বপনের দুই ছেলেমেয়ে ও তাঁর স্ত্রী অপেক্ষায় রয়েছে জানিয়ে আবু তাহের বলেন, স্বপনের ১০ বছরের এক ছেলে ও ৬ বছরের এক মেয়ে রয়েছে। তাঁরা রামপুরায় থাকে। তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে দোকানের মালিকের বাসায় আছেন। তাঁর সন্ধান পেতে সেখানে অপেক্ষা করছে। ফায়ার সার্ভিস বলছে উদ্ধার অভিযান চলছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার সময় ওই দোকানে তাঁর সঙ্গে আশিক ও মির্জা নামে আরও দুজন কর্মচারী ছিলেন। তাঁরা গুরুতর আহত হয়ে শেখ হাসিনা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন। 

এদিকে আব্দুল মালেক একজন রং মিস্ত্রি। তাঁর বাবার নাম মো. রতন। তাঁদের গ্রামের বাড়ি নেত্রকোনা কলমাকান্দা। মালেকের বাবা রতন ভবনের সামনে দাঁড়িয়ে ছেলেকে খুঁজছেন। এখনো ছেলের কোনো সন্ধান পাননি বলে জানিয়েছেন তিনি।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’