হোম > সারা দেশ > ঢাকা

বাস ছাড়া সবই সচল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে রিকশা ছাড়া সব ধরনের পরিবহন বন্ধ করে আজ থেকে তিন দিন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে এই বিধিনিষেধ উপেক্ষা করে সড়কে বাস ছাড়া সবই চলছে। ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ সব যানবাহনই চলতে দেখা গেছে।

সোমবার সকালে রাজধানীর উত্তর বাড্ডা, নতুনবাজার, মেরুল, গুলশানসহ কয়েকটি এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। সরকারের বিধিনিষেধের প্রজ্ঞাপনে বলা হয়, শুধু রিকশা ও পণ্যবাহী যানবাহন চলবে।
 
সকাল সাড়ে ১০টায় উত্তর বাড্ডার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে মতিঝিল যাওয়ার উদ্দেশে একটি ব্যক্তিগত গাড়ির চালক যাত্রী খুঁজছেন। বিধিনিষেধ উপেক্ষা করে কেন সড়কে—জানতে চাইলে ওই চালক বলেন, `অনেকে অফিসে যাইতে পারে না বাস নাই। তাই কম ভাড়ায় যাত্রী নিচ্ছি। মানুষের উপকার হচ্ছে। আমারও কিছু টাকা আসছে।' এর আগে সকালে আবদুল্লাহপুর থেকে চারজন নিয়ে বাড্ডায় আসেন বলে জানিয়েছেন তিনি।

নতুনবাজার বাসস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষায় সিএনজিচালিত অটোরিকশার চালক দিদার বলেন, `এসব লকডাউন দিয়া কী হইব? সরকার কি যারা অফিস যাইব হ্যাগো গাড়ি দিছে?'

সরকারের এই বিধিনিষেধে দোকানপাট, মার্কেট বন্ধ থাকার কথা থাকলেও বিভিন্ন মহল্লায় গড়ে ওঠা কাপড়ের দোকানগুলো খোলা থাকতে দেখা গেছে। এ ছাড়া বিনা প্রয়োজনে অলিগলিতে, চায়ের দোকানে আড্ডা জমাতেও দেখা গেছে অনেককে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা