হোম > সারা দেশ > ঢাকা

জাপানি দুই শিশু নিয়ে আপিল শুনানি ২২ জুলাই পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার বিষয়ে আপিল শুনানি আগামী ২২ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জাপানি মা নাকানো এরিকোর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম।

এর আগে জাপানি দুই শিশুর মধ্যে বড় মেয়ে জেসমিন মালিকা তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে গত বছরের ১৩ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। আর মেজ মেয়ে লাইলা লিনা তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায়ে বলা হয়। তবে জাপানি মা ও তাদের বাংলাদেশি বাবা সন্তানদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।

এদিকে দুই মেয়েকেই নিজের কাছে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক আপিল করেন নাকানো এরিকো এবং ইমরান শরীফ। তবে আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকাবস্থায় বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ছাড়েন জাপানি মা। এতে আদালত অবমাননার মামলা করেন বাবা ইমরান শরীফ। পরে অবশ্য মামলা লড়তে বাংলাদেশে আসেন নাকানো এরিকো।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তি রক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী