হোম > সারা দেশ > ঢাকা

সিঙ্গাপুরি জাহাজে বাংলাদেশি নাবিক খুনের অভিযোগ: পুলিশকে মামলা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তাইওয়ানের কাছে সমুদ্রে সিঙ্গাপুরের জাহাজে বাংলাদেশি নাবিক আব্দুর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। লাশ দেশে আসার পর ঢাকা বিমানবন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। তবে নিহতের ভাই হত্যা মামলা করতে চাইলে তা গ্রহণ করেনি পুলিশ।

তাই বিষয়টি নিয়ে রিট করেন নিহতের বড় ভাই হালিমুর রশিদ। ওই রিটের পরিপ্রেক্ষিতে বিমানবন্দর থানাকে এজাহার গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ ৪০ দিন রাখার পর দক্ষিণ কোরিয়া সরকার ময়নাতদন্ত না করেই দেশে ফেরত পাঠায়। তবে সোহরাওয়ার্দী হাসপাতালে লাশের ময়নাতদন্তে আঘাতের আলামত থাকায় এটিকে নরহত্যা বলে অভিমত দেওয়া হয়। বিমানবন্দর থানা অপমৃত্যুর মামলার তদন্ত শেষ করে নিয়মিত হত্যা মামলা না করায় নিহতের বড় ভাই এজাহার দাখিল করেন। কিন্তু থানা সেই মামলা নিতে বারবার অস্বীকৃতি জানালে রিট করা হয়। আদালত এজাহার গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

নিহতের ভাই হালিমুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার সময় ভাইকে জাহাজে মারা হয়েছিল। পরে ওই জাহাজ দক্ষিণ কোরিয়া যায়। সেখান থেকে লাশ দেশে পাঠানো হয়।’

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ