হোম > সারা দেশ > ঢাকা

ইভ্যালির রাসেলের এক দিনে ৯ মামলায় জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকদের দায়ের করা ৯টি মামলায় গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারকেরা পৃথক পৃথক মামলায় এই জামিন দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী ও গ্রাহকদের সঙ্গে আপসের শর্তে এসব জামিন দেওয়া হয়। এর আগে শুনানিতে রাসেলের পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, রাসেল মুক্তি পাওয়ার পর গ্রাহকদের সঙ্গে আপস-মীমাংসা করবেন। পাওনাদারদের টাকা তিনি দিয়ে দেবেন।

এর আগেও কয়েকটি মামলায় রাসেলকে জামিন দেওয়া হয়েছে। আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযান শেষে বিকেল ৫টা ২০ মিনিটে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

আগের দিন মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকেরের দায়ের করা একটি প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ইভ্যালির রাসেল দম্পতিসহ অন্যদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা