হোম > সারা দেশ > ঢাকা

ইভ্যালির রাসেলের এক দিনে ৯ মামলায় জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকদের দায়ের করা ৯টি মামলায় গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারকেরা পৃথক পৃথক মামলায় এই জামিন দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী ও গ্রাহকদের সঙ্গে আপসের শর্তে এসব জামিন দেওয়া হয়। এর আগে শুনানিতে রাসেলের পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, রাসেল মুক্তি পাওয়ার পর গ্রাহকদের সঙ্গে আপস-মীমাংসা করবেন। পাওনাদারদের টাকা তিনি দিয়ে দেবেন।

এর আগেও কয়েকটি মামলায় রাসেলকে জামিন দেওয়া হয়েছে। আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযান শেষে বিকেল ৫টা ২০ মিনিটে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

আগের দিন মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকেরের দায়ের করা একটি প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ইভ্যালির রাসেল দম্পতিসহ অন্যদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক