হোম > সারা দেশ > ঢাকা

প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে নিবন্ধনধারীরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হচ্ছেন। এই পরিস্থিতিতে নিবন্ধন পরীক্ষা বন্ধ রেখে প্যানেলভিত্তিক নিয়োগের দাবি জানিয়েছে প্যানেল-প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনের সদস্যরা এ দাবি তুলে ধরেন। 

প্যানেল-প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি মো. আমির হোসেন বলেন, এনটিআরসিএর ভুল সিদ্ধান্তে বারবার নিবন্ধনধারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এনটিআরসিএর দেওয়া ২০১৮ সালের দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে ৩৫ বছরের বেশি বয়সীদের আবেদনের সুযোগ রাখা হয়নি। এতে ক্ষতিগ্রস্ত হন ১ থেকে ১২তমদের ৩৫+ নিবন্ধনধারী।' 

সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল আলম বলেন, 'শিক্ষক নিবন্ধন সনদ চাকরির সনদ, একাডেমিক সনদ নয়। তাই সনদ যার, চাকরি তাঁর নিয়ম করা উচিত। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণে প্যানেলভিত্তিক নিয়োগের বিকল্প নেই। মুজিববর্ষের উপহারস্বরূপ একটি বিশেষ বিজ্ঞপ্তিই পারে এক আবেদনে প্যানেলভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে। এর মাধ্যমে অভিশাপমুক্ত হবেন অসহায় নিবন্ধিত শিক্ষকেরা।' 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সুজাউর রহমান, সহসভাপতি ফারহানা আজাদ, সেলিম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ প্রমুখ। 

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে