হোম > সারা দেশ > ঢাকা

শাহজাহানপুরে নিজের গায়ে আগুন দেওয়া সেই গৃহবধূর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কলহের জেরে নিজের গায়ে আগুন দেওয়া অন্তঃসত্ত্বা সেই গৃহবধূ পাপিয়া সারোয়ার মিম (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বুধবার ভোর পৌনে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিমের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন। তিনি জানান, ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মীম। সে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গত শনিবার দুপুরে শাহজাহানপুর বাগিচা ঝিল মসজিদ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। মীম ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল।

ঘটনার দিন তার মা পারভিন আক্তার জানান, তাঁদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। স্বামী রাম্মিমের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকত মীম। একই এলাকায় তারাও থাকেন। তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়।

পারভিন আক্তার অভিযোগ করে বলেন, বেশ কয়েক দিন যাবৎ তাদের সংসারে কলহ শুরু হয়। রাম্মিমের চরিত্র ভালো না। মীম তাকে বিভিন্ন কারণে ভালো হতে বলত। তবে সে মীমকে মানসিকভাবে নির্যাতন করত। সহ্য করতে না পেরে মীম নিজের গায়ে আগুন দিয়েছে।

রাম্মিম এলাকায় একটি ফ্লেক্সিলোডের দোকানে কাজ করেন। ঘটনার দিন তিনি বলেন, ঘটনার আগের রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। তারা দুজন দুজনকে সন্দেহ করত। এসব কারণে জেদ করে সে নিজের গায়ে নিজেই আগুন দিয়েছে।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা