হোম > সারা দেশ > ঢাকা

ভোট দিয়ে গর্ব বোধ করেন শতবর্ষী লেবাচন্দ্র ঋষি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘এই দ্যাশ আমার, তাই ভোট দিতে আইছি। গতবারও ভোট দিছি। আমার দাম আছে না?’ নিজের ভোটাধিকার নিয়ে কাঁপা কাঁপা গলায় এ কথাগুলো বলছিলেন শতবর্ষী বৃদ্ধ লেবাচন্দ্র ঋষি। তাঁর প্রকৃত বয়স ১০৫ বছর। 

আজ ঢাকা ঢাকা-৪ আসনে জুরাইন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এলে আজকের পত্রিকার প্রতিনিধির সঙ্গে কথা হয় তাঁর। 
বেলা ১১টা ১৫ মিনিটে নিজের ভোট দিয়ে বের হন লেবাচন্দ্র। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দেশ আমার। ভোট দেওয়া আমার অধিকার। ভোট দিতে ভালো লাগে। আমি এই দেশের না?’ এর পরই ভোট দেওয়া নিয়ে গর্বের স্বরে বললেন, ‘পাকিস্তান আমল থেকে ভোট দেই। দেশে ভোট হলেও প্রতিবার দেই। যত দিন বাঁচব, ভোট দিয়ে যাব।’ 

লেবাচন্দ্রকে সঙ্গে করে কেন্দ্রে নিয়ে এসেছেন তাঁর ভাতিজা মিথুন দাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জ্যাঠা নিজে থেকে ভোট দেওয়ার কথা বলে, সে জন্য নিয়ে আসছি। এর আগেও উনি সব নির্বাচনেই ভোট দিয়েছেন।’ 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনির হোসেন (ঈগল), মো. আওলাদ হোসেন (ট্রাক), আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালি আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন।

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ