হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ কিলোমিটার যানজট 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে বিভিন্ন জেলাগামী মানুষ। 

সরেজমিনে জানা গেছে, আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। মহাসড়কের গজারিয়া ও দাউদকান্দি অংশ মিলিয়ে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। 

কুমিল্লাগামী একটি মাইক্রোবাসের চালক মফিজুল ইসলাম বলেন, ‘মেঘনা টোলপ্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভবেরচর বাস স্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন কুমিল্লায় পৌঁছাব। প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু যানবাহনের চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।’ 

দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়া একটি বাসের যাত্রী মকবুল হোসেন বলেন, ‘সড়কে দুর্ঘটনার কারণে যানজট হয়েছে। সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠি। দাউদকান্দি ব্রিজ থেকে যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় মনে হয় ৬-৭ কিলোমিটার আসতে পেরেছি।’ 

পিকআপ ভ্যানের চালক আকাশ বলেন, ‘অনেক চালক ট্রাফিক আইন না মেনে উল্টো পথে গাড়ি নিয়ে সামনে যেতে চাওয়ায় যানজট কমানো যাচ্ছে না।’ 

বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, ‘আজ ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদনগর এলাকায় কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়, যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা