হোম > সারা দেশ > ঢাকা

ডুসা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

দুর্নীতি দমনে কমিশনের পাশে থেকে কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল করাই দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য—এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল শুক্রবার দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।  

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি দমন ও প্রতিরোধে কমিশনের সহযোগী হিসেবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তাঁরা বিগত এক বছরে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করেন। 

২০২২ সালে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে। গত এক বছরে ডুসা দুদকে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর চিকিৎসা সহায়তা, মৃত কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক সহায়তা; দেশের বিভিন্ন এলাকার বন্যাদুর্গতদের ত্রাণ প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন জাতীয় দিবস পালন করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে নানামুখী কাজ করেছে। 

২০২৩ সালে নতুন বছরে ডুসা সবার সহযোগিতায় দুর্নীতির বিরুদ্ধে অতীতের যেকোনো সময়েরে চেয়ে অধিকতর সক্রিয় ভূমিকা পালন করবে মর্মে প্রত্যয় ব্যক্ত করা হয়। ডুসার সভাপতি ও সাধারণ সম্পাদক আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সরকারঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডুসা কাজ করে যাবে। 

ডুসা প্রত্যাশা করে, অনাগত দিনে দুদকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণ সাধন এবং দেশের দুর্নীতির লাগাম টানার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে