হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতি জবি শিক্ষক সমিতির একাত্মতা প্রকাশ

জবি প্রতিনিধি 

আজ সোমবার বেলা দেড়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তিন দফা দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আজ সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

একই দিন বেলা দেড়টায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষক সমিতি মনে করে, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূরীকরণে শিক্ষার্থীদের দাবিগুলো যথার্থ এবং যৌক্তিক।

অধ্যাপক রইছ উদ্দীন বলে, ‘শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন রয়েছে। গতকাল গণ-অনশনে অংশগ্রহণকারী অসুস্থ শিক্ষার্থীদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করেছি এবং এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’

এ ছাড়া অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে