হোম > সারা দেশ > ঢাকা

সরকারি চাল সংগ্রহে অসহযোগিতা, চাঁদপুরে দুটি রাইস মিলের লাইসেন্স বাতিল

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ২০২১ ও ২০২২ সালে সরকারিভাবে চাল সংগ্রহে চুক্তিবদ্ধ না হওয়া এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রক্ষা না করায় শহরের পুরান বাজার তপাদার অটো রাইস মিল ও কচুয়া উপজেলা সদরের শুভ অটো রাইস মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. শাহ্ জামাল এই তথ্য জানান। তিনি বলেন, ‘সরকারি লাইসেন্সপ্রাপ্ত রাইস মিলগুলো পর পর দুই বছর সরকারি চাল সংগ্রহ কার্যক্রমে চুক্তিবদ্ধ না হলে অর্থাৎ চাহিদা পূরণ না করলে বিধি মোতাবেক তাদের লাইসেন্স বাতিল হবে। সে আলোকে মন্ত্রণালয়ের নির্দেশে গত এপ্রিল মাসে চাঁদপুরে তপাদার ও শুভ অটো রাইস মিলের লাইসেন্স বাতিল হয়ে যায়।’

শাহ্ জামাল আরও বলেন, চাঁদপুর জেলায় লাইসেন্সধারী ১৯টি রাইস মিলস ছিল। দুটির লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার কারণে বর্তমান বোরো ধান ও চাল সংগ্রহ মৌসুমে আমরা ১৭টি লাইসেন্সধারী মিলস থেকে ৭৮২৫ মেট্রিক টন চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছি। আশা করছি আমরা এসব মিল থেকে প্রায় ৭০ ভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। 

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে লাইসেন্সধারী রাইস মিলের মধ্যে ১৩টি চাঁদপুর শহরের পুরান বাজার ও নতুন বাজার এলাকায়। বাকি একটি শাহরাস্তি, দুটি মতলব উত্তর ও একটি মতলব দক্ষিণ উপজেলায়। চাল সংগ্রহের ক্ষেত্রে সদরের মিলগুলোই প্রায় ৮০ ভাগ লক্ষ্যমাত্রা পূরণ করে।

শাহজাহানপুরে লিফট মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে কর্মীর মৃত্যু

নভেম্বরে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরা কর্মসূচিতে পুলিশের বাধা

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান থেকে মরদেহ উদ্ধার

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

মহান বিজয় দিবসে মেট্রোরেল সাময়িক বন্ধ থাকবে

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে