হোম > সারা দেশ > ঢাকা

সরকারি চাল সংগ্রহে অসহযোগিতা, চাঁদপুরে দুটি রাইস মিলের লাইসেন্স বাতিল

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ২০২১ ও ২০২২ সালে সরকারিভাবে চাল সংগ্রহে চুক্তিবদ্ধ না হওয়া এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রক্ষা না করায় শহরের পুরান বাজার তপাদার অটো রাইস মিল ও কচুয়া উপজেলা সদরের শুভ অটো রাইস মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. শাহ্ জামাল এই তথ্য জানান। তিনি বলেন, ‘সরকারি লাইসেন্সপ্রাপ্ত রাইস মিলগুলো পর পর দুই বছর সরকারি চাল সংগ্রহ কার্যক্রমে চুক্তিবদ্ধ না হলে অর্থাৎ চাহিদা পূরণ না করলে বিধি মোতাবেক তাদের লাইসেন্স বাতিল হবে। সে আলোকে মন্ত্রণালয়ের নির্দেশে গত এপ্রিল মাসে চাঁদপুরে তপাদার ও শুভ অটো রাইস মিলের লাইসেন্স বাতিল হয়ে যায়।’

শাহ্ জামাল আরও বলেন, চাঁদপুর জেলায় লাইসেন্সধারী ১৯টি রাইস মিলস ছিল। দুটির লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার কারণে বর্তমান বোরো ধান ও চাল সংগ্রহ মৌসুমে আমরা ১৭টি লাইসেন্সধারী মিলস থেকে ৭৮২৫ মেট্রিক টন চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছি। আশা করছি আমরা এসব মিল থেকে প্রায় ৭০ ভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। 

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে লাইসেন্সধারী রাইস মিলের মধ্যে ১৩টি চাঁদপুর শহরের পুরান বাজার ও নতুন বাজার এলাকায়। বাকি একটি শাহরাস্তি, দুটি মতলব উত্তর ও একটি মতলব দক্ষিণ উপজেলায়। চাল সংগ্রহের ক্ষেত্রে সদরের মিলগুলোই প্রায় ৮০ ভাগ লক্ষ্যমাত্রা পূরণ করে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন