হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে মো. সোহাগ তালুকদার (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে।

নিহত সোহাগ তালুকদার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের সামচুল হক তালুকদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের নিহত সোহাগ তালুকদারের পিতা সামচুল হক তালুকদারের সঙ্গে একই গ্রামের আবদুল হাই মোল্লার ছেলে কামালউদ্দিন ওরফে আহাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে ভোরে ধান রোপণ করতে যান সোহাগ। এ সময় তাঁকে ধান রোপণ করতে বাঁধা দেন আহাদ। এতে সোহাগ ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে আহাদের ওপর হামলার চেষ্টা। পরে আহাদ বন্দুক দিয়ে সোহাগকে গুলি করে। আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মারা যায় সে।

এদিকে এ হত্যার ঘটনায় নিহতের বাবা সামচুল হক তালুকদার বাদী হয়ে ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিন মোল্লা, আহাদসহ পাঁচজনকে আসামি করে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করে এবং আহাদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন