হোম > সারা দেশ > ঢাকা

ফারদিনের খুন ‘হয়তো ঢাকায়’, মাদকসংশ্লিষ্টতায় ডিবির সংশয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) মাদকসংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকারই কোনো এক জায়গায় খুন হতে পারেন তিনি। আজ শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ কথা জানান।

পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঘটনার রাতে নিহত ফারদিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ঘুরেছেন। কোথায় কার সঙ্গে কথা বলেছেন, সব আমরা তদন্ত করছি।’ এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, ‘ফারদিনের মোবাইল ফোনের ডাটা অ্যানালাইসিস ও বিভিন্ন জায়গায় তিনি যার সঙ্গে কথা বলেছেন, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে, ঢাকা শহরের কোনো এক জায়গায় খুন হতে পারেন তিনি। মোবাইল ফোনের লোকেশনে আমরা নারায়ণগঞ্জও পেয়েছি। সবকিছু মিলিয়ে তদন্তের স্বার্থে কংক্রিট কিছু বলতে পারছি না।’

আরেক প্রশ্নের জবাবে ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘মাদকের সংশ্লিষ্টতার বিষয়টি আমরা এখনো পরিষ্কার না। তবে কাজ করছি।’

পৃথক এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস.) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘প্রাথমিকভাবে কিছু ঘটনা আমরা জানতেছি। কিন্তু এখনই কিছু বলা যাবে না। আমার বিশ্বাস, যাঁরা তদন্ত করছেন, তাঁরা আসল ঘটনা বের করতে সক্ষম হবেন। আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে এটা নিয়ে কাজ করছি।’ 

বুশরার বিষয়ে হাফিজ আক্তার বলেন, ‘তদন্তের একটা বিষয় হলো—কে দোষী তাঁকে শনাক্ত করা, যে নির্দোষ তাঁকে বের করে দেওয়া। কেউ দোষী থাকলে অবশ্যই তাঁকে আইনের আওতায় আনতে হবে। এই কাজগুলো শুরু হয়েছে মাত্র। তদন্ত শেষে বলতে পারব।’

এই সম্পর্কিত আরও পড়ুন:

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন