হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ব্যবসায়ী হত্যার মূল পরিকল্পনাকারীসহ আরও ৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গত ৩০ জুলাই খুন হন ব্যবসায়ী সাইফুল ইসলাম। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গতকাল বৃহস্পতিবার মাদারীপুর ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যার মূল পরিকল্পনাকারী সুমন ওরফে কালা সুমন (৩০), মো. তুহিন হোসেন (৪২) ও মো. খোকন মাতবর ওরফে কালা খোকন (৩৯)। 

আজ শুক্রবার এ তথ্য জানান র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি এম ফখরুল হাসান। এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতজনকে গত ৩১ জুলাই গ্রেপ্তার করেছিল র‍্যাব। তাঁরা হলেন মো. রাজন হোসেন (৩১), মো. জানে আলম (৩৬), মো. সুমন ওরফে গর্দা সুমন (২৫), মো. লিটন হোসেন (২৬), মো. দিপু (২৩), মো. সরোয়ার আকন্দ (২৬) ও মো. সজীব (২৯)। 

এম ফখরুল হাসান বলেন, গত ৩০ জুলাই রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় সাইফুল ইসলাম নামে এক পোশাক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়। 

গতকাল বৃহস্পতিবার র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল র‍্যাব-৮-এর সহযোগিতায় মাদারীপুর ও ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাইফুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সুমন ওরফে কালা সুমন (৩০) ও মো. তুহিন হোসেনকে (৪২) গ্রেপ্তার করে। এ ছাড়া র‍্যাব-১০-এর অপর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বয়েজ ক্লাব এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. খোকন মাতবর ওরফে কালা খোকনকে (৩৯) গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, আসামিরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাঁরা ওই হত্যা মামলা রুজুর পর থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। এ ছাড়া সুমন ওরফে কালা সুমনের বিরুদ্ধে ডাকতি, চুরি, মাদকসহ পাঁচটি মামলা, তুহিনের বিরুদ্ধে চারটি মাদক মামলা এবং খোকন মাতবর ওরফে কালা খোকনের বিরুদ্ধে চুরি, মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। 

গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে