হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারে বিস্ফোরণ: অজ্ঞাতদের বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রমনা থানার বড় মগবাজার ওয়্যারলেস মোড় এলাকার সেন্ট মেরি’স ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। রমনা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৬। বিস্ফোরক আইনে দায়ের করা এই মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান। 

ওসি বলেন, ‘মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। মামলায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই। আমরা কাজ করে যাচ্ছি।’ 

ঘটনার বিবরণ দিয়ে মামলার বাদী উল্লেখ করেন, অজ্ঞাতনামা আসামিরা একে অপরের সহায়তায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সাধারণ মানুষের জীবন অথবা সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে বিস্ফোরকজাতীয় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। 

মামলায় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ড্রামের অংশ, ভাঙা গ্লাস ও ফাস্ট ফার্মা লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও মনিটর জব্দ করা হয়েছে। 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে অন্তত সাতজন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে চারজন বাড়ি ফিরে গেছেন। তবে বিস্ফোরণে গুরুতর আহত ভাঙারি দোকানের কর্মচারী আতিকুল ইসলাম শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় আহত প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, তাঁর বাসা সবুজবাগের বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন। অফিসের উদ্দেশে সকালে বাসা থেকে বের হয়ে মগবাজার ওয়্যারলেস গেটে যান। ওয়ারলেস গেটে উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তখন তিনি রাস্তায় পড়ে যান। পরে তাঁর শরীর থেকে রক্ত ঝরতে দেখেন। 

আহত শাহীন জানান, তাঁরা ওয়্যারলেস মোড়ে ডিপিডিসির শ্রমিক হিসেবে মাটি কাটার কাজ করছিলেন। তখন হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরেও ক্ষত হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির