হোম > সারা দেশ > টাঙ্গাইল

‘একটু একটু করে মরার চেয়ে একেবারেই মরে যাওয়া ভালো’ 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

‘একটু একটু করে মরার চেয়ে একেবারেই মরে যাওয়া ভালো। তাও যন্ত্রণা থেকে মুক্তি পাব। আমার আব্বা মাকে মাফ করে দিতে বইলো ভাই।’ ছোট ভাই মাহমুদের কাছে এই সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন বড়ভাই আল আমিন (৪০)। আজ শনিবার বাদ আছর ময়নাতদন্ত শেষে আল আমিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার রাতে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে মারা যান আল আমিন। 

বড় ভাই আল আমিনের নিজের হাতে লেখা সুইসাইড নোটটি ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করেছেন মাহমুদ। আল আমিন ও মাহমুদ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল খানের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ বলছে, আল আমিন উপজেলার দেওপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে শিলাকে বিয়ে করেন। সম্প্রতি তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। আশরাফুল নামে তাঁদের দুই বছরের এক ছেলে রয়েছে। বিবাহ বিচ্ছেদের পর নিজ সন্তানকে কাছে রাখতে না পাওয়ার হতাশায় ভুগছিলেন তিনি। এ কারণে অবস্থায় বৃহস্পতিবার ভাইয়ের কাছে সুইসাইড নোট লিখে গতকাল শুক্রবার বিষপান করেন তিনি। গুরুতর অবস্থায় তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাতেই তাঁকে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আল আমিনের। 

আল আমিনের চাচা আবুল খায়ের খান সুইসাইড নোটটি তার ভাতিজা আল আমিনের লেখা বলে স্বীকার করে বলেন, ‘দাম্পত্য জীবন নিয়ে আল আমিন খুব অসুখী ছিল।’ 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘প্রাথমিকভাবে একে আত্মহত্যা মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির