উত্তরার বাউনিয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের পুষ্টি বিষয়ক কর্মশালা শেষ হয়েছে। গতকাল শনিবার বাউনিয়ায় বিদ্যাসভা স্কুলে ওয়ার্ক ফর বেটার সোসাইটি’র আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালা পরিচালনা করেন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেশিয়ান সেহেলী সরকার রোদেলা। এ সময় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকদের পুষ্টি বিষয়ক পরামর্শ ও নিয়ম–নীতি সম্পর্কে অবহিত করা হয়।
পরে বিদ্যাসভার প্রতিষ্ঠাতা ও ওয়ার্ক ফর বেটার সোসাইটির সাধারণ সম্পাদক আনিকা তাবাসসুম সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ভবিষ্যতে আরও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় স্কুল পরিচালনা বোর্ডের সদস্য আশিকুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।