হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে এমপির ছেলের নামে ‘ঈদ সালামি’ চাচ্ছেন ছাত্রলীগ নেতা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিছুর রহমান রিয়াদের নামে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ‘ঈদ সালামি’ চাওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক তুষার আহমেদের বিরুদ্ধে। রিয়াদ মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের ছেলে। 

অপর দিকে তুষার আহমেদ উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে এবং আনিছুর রহমান রিয়াদের আস্থাভাজন। 

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, তুষার ও তাঁর দলবল আনিছুর রহমান রিয়াদের সঙ্গে যোগ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেন। আনিছুরের বাবা মহিউদ্দিন নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর থেকে তুষার উপজেলার বিভিন্ন বাজার ও এলাকার বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে কখনো কক্সবাজার, কখনো বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার নাম করে চাঁদা তোলেন। কয়েক দিন ধরে তিনি ঈদের সালামির নাম করে চাঁদা দাবি করছেন। চাঁদা দিতে অস্বীকার করলে বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছেন। প্রতিবাদ তো দূরে থাক, তাঁদের ভয়ে কেউ মুখ খোলারও সাহস করছে না। 

ব্যবসায়ী অজিত ঘোষ বলেন, ‘নির্বাচনের পরপর তুষার কক্সবাজার যাবে, এ জন্য আমার কাছ থেকে ১০ হাজার টাকা নেয়। এখন আবার টাকার জন্য চাপ দিচ্ছে। আমাকে সরাসরি এসে বলে তাঁরা এমপি সাহেবের ছেলে আনিছুর রহমান রিয়াদের লোক, রিয়াদ সব জানে।’ 

আরেক ব্যবসায়ী হরিশ চন্দ সরকার বলেন, ‘ভাই, চাঁদার বিষয় আর কী বলব, নৌকার সাপোর্ট করেও চাঁদা দিতে হয়, বিষয়টি খুব শিগগিরই আমাদের এমপি মহোদয়কে বলব।’ কারা চাঁদা দাবি করে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব কথা ফোনে বলা যাবে না, সামনাসামনি হলে বলব।’ 

উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী জানান, তুষার মাত্র ছয় দিনের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক হয়েছিলেন, তবে তিনি উপজেলার কোনো কমিটিতে নেই। 

তবে চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তুষার আহমেদ। তিনি বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। কারও কাছ থেকে ঈদের সালামি চাইনি। কেউ বলতে পারবে না।’ 

অভিযোগের বিষয়ে জানতে আনিছুর রহমান রিয়াদের ফোনে একাধিকবার ফোন করা হলে রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির