হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে শিশুকে খুনের ঘটনায় গ্রেপ্তার ৩, দুজন রিমান্ডে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে এক বছর বয়সী শিশু শেখ মাহতাব উদ্দিন মেহেমেতকে হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উম্মে হাবিবা আফরিন (৪০), মো. সিয়াম (২৩) ও নিলুফা ইয়াসমিন সাথী (৬০)। 
এঁদের মধ্যে আফরিনের তিন দিন ও সিয়ামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিলুফা ইয়াসমিন সাথীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসীন গাজী আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দক্ষিণখান ফায়দাবাদ উত্তরপাড়ার নূরানী জামে মসজিদ রোডের ৬৬৭ নম্বর বাড়ির নিচতলায় গতকাল শুক্রবার ভোরে শিশুটিকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে। ওই দিন রাতে নিহত শিশুর বাবা মহিউদ্দিন বাপ্পি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসীন গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ শনিবার সকালে তাদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হলে দুজনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আরেকজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যা মামলায় শিশুটির সৎদাদি উম্মে হাবিবা আফরিন (৪০), আফরিনের ভাই মো. সিয়াম (২৩) ও আফরিনের মা নিলুফা ইয়াসমিন সাথীকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হলে সৎদাদি আফরিনের তিন দিন ও তাঁর ভাই সিয়ামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর আফরিনের মা সাথীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

গ্রেপ্তারকৃতরা হলেন উত্তরখানের রাজাবাড়ী এলাকার ইবাদুর রহমানের স্ত্রী, ছেলে ও মেয়ে।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা