হোম > সারা দেশ > ঢাকা

অ্যাডভোকেট ভুবন হত্যা: মামলার প্রতিবেদনের পরবর্তী তারিখ ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার রাস্তায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীলের নিহতের ঘটনায় করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। 

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই তারিখ ধার্য করেন।

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

আদালতের তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। দৌড়ে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল। অফিস থেকে ফকিরাপুল আরামবাগের মেসে ফিরছিলেন তিনি। সন্ত্রাসীদের ছোড়া গুলি এসে তার মাথায় লাগে। এরপর ৮ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ সেপ্টেম্বর সকালে মারা যান ভুবন। 

এ ঘটনায় নিহত ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় হিমেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি কারাগারে আছেন।

আরও পড়ুন,

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট