হোম > সারা দেশ > রাজবাড়ী

এক কাতলের এত দাম! 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি সাড়ে ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে কৃষ্ণ হালদার বলেন, ‘শুক্রবার দুপুরে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। ৪টার দিকে জাল তুলতেই বড় কাতল মাছটি ভেসে ওঠে। মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়া বাজারে মাছের আড়তে নিই। পরে মাছ ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ১৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী আলমগীর বলেন, ‘জেলের কাছ থেকে মাছটি কেনার পর বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট সাড়ে ১৯ হাজার টাকায় বিক্রি করেছি।’

উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এ ছাড়াও এখন নদীতে পানি কমার কারণে এসব বড় বড় মাছ নদীতে পাওয়া যাচ্ছে।

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে