হোম > সারা দেশ > ঢাকা

বাবুল আক্তারকে আবারও চতুর ব্যক্তি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিশেষ প্রতিনিধি

স্ত্রী মিতু হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে আবারও চতুর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সভাপতি হিসেবে বক্তব্য রাখার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

গতকাল (শনিবার) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। তিনি কখন কী বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তদন্তের পরেই সবকিছু চলে আসবে।’ 

মন্ত্রী বলেন, ‘আমাদের তদন্ত টিমের (পিবিআই) ওপর ভরসা রয়েছে। টিম যতগুলো অনুসন্ধান করেছে, সবগুলোই বাস্তবসম্মত এবং সবগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছে। ৩০ বছর আগের খুনের মামলার আসামিকে তারা চিহ্নিত করেছে। কাজেই আমি মনে করি, পিবিআই ভুল করবে না।’ বাবুল আক্তার যে প্রশ্নগুলো করেছেন, তদন্তে সব বেরিয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি রিমান্ডে নির্যাতনের অভিযোগ এনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমারসহ ছয়জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছা বেগমের আদালতে মামলার আবেদন করেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।

বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনা তদন্তের ছয় বছরে একাধিক মোড় নিয়েছে। সময় যত গড়াচ্ছে, হত্যার ঘটনা ততই রহস্যময় হয়ে উঠছে। তাই এ নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন বাবুল আক্তার, এনেছেন বিভিন্ন অভিযোগও। পিবিআইয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। 

আজ রোববার সচিবালয়ে পিবিআইয়ের তদন্ত ও বাবুল আক্তারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি তো গতকালই বলেছি, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন