হোম > সারা দেশ > ঢাকা

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাতজনকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথক নির্দেশ দেন।

গুলশান থানায় দায়ের করা সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৯ জুলাই গুলশানে ছাত্র-জনতার মিছিলে অংশ নেন সাজিদ। তিনি গুলিবিদ্ধ হন। মারাত্মক আহত অবস্থায় তাঁকে গুলশান মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় সাজিদের মা ছবি বেগম বাদী হয়ে মামলা করেন।

অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, সাবেক মন্ত্রী শাজাহান খানকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারকে মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায়, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে লালবাগ থানার একটি হত্যা মামলায় এবং সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে তাঁদের গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে