হোম > সারা দেশ > ঢাকা

বিষ হাতে প্রার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুষ্ঠু ভোটের দাবিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে কয়েকজন চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীর বিষ হাতে প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। অবস্থান কর্মসূচির মাঝখানে শেরেবাংলা নগর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া এসে অবস্থান কর্মসূচি পালনকারী প্রার্থীদের সঙ্গে আলোচনার কথা বলে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। সে সময় তাঁদের ব্যানার খুলে কাফনের কাপড় ও বিষের বোতল নিয়ে যান।

মঙ্গলবার (৩১) বেলা সাড়ে ১১টার সময় হাতে বিষ ও গায়ে  কাফনের কাপড় জড়িয়ে অবস্থান নিয়েছিলেন নোয়াখালী হাতিয়া উপজেলার হরিণী ও চানন্দী ইউনিয়ন পরিষদের দুই জন চেয়ারম্যান পদপ্রার্থী ও ২৫ জন মেম্বার পদপ্রার্থী।

আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর অত্যাচারে তাঁরা ভোটের প্রচার চালাতে পারছেন না। প্রশাসনের কাছে অভিযোগ করেও তাঁরা কোনো প্রতিকার পাননি।

উপজেলার হরিণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুসফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাতিয়া উপজেলার সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর নেতৃত্বে আমাদের বিভিন্ন প্রার্থীদের ওপর হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। তাঁরা নির্বাচনের প্রচারে বাধা দিচ্ছেন, পোস্টার ছিঁড়ে ফেলছেন। ওই দুই ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তাই আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছি। আমাদের দাবি না মেনে নিলে বিষ খেয়ে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না।’

অবস্থান কর্মসূচিতে বাধার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা‌ (ওসি) উৎপল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে এভাবে বসার কোনো সুযোগ নেই। এটা সরকারি প্রতিষ্ঠান। যদি তাঁরা আমাদের কথা না শোনেন, তাহলে আমরা তাঁদের আটক করব। সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে তাঁদের উঠিয়ে দেওয়া হয়েছে।’

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হরিণী ও চানন্দী নামে দুটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে আবার জেগে ওঠে। ২০০৩ সালে দুটি ইউনিয়ন আবার ঘোষণা দিলে ২০০৫ সালে তা গেজেট আকারে প্রকাশিত হয়। সেই থেকে এই ইউনিয়ন দুটি প্রশাসক নিয়োগ করে পরিচালনা করা হচ্ছে। আগামী ১৫ জুন হরিণী ও চানন্দী ইউনিয়নে প্রথম বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব