থানা ভাঙচুরের মামলায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষক লীগ নেতা দীন মোহাম্মদ লালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার ইছাপুরা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দীন মোহাম্মদ লালু উপজেলা কৃষক লীগের সভাপতি এবং ইছাপুরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজদিখান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুরের মামলার অভিযান চালিয়ে কৃষক লীগের সভাপতি দীন মোহাম্মদ লালুকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে ১২ ফেব্রুয়ারি নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধান চেয়ে করা মানববন্ধন ও মিছিল থেকে সিরাজদিখান থানা ও এএসপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়।