হোম > সারা দেশ > ঢাকা

সাঁওতালি বর্ণমালায় পাঠ্যপুস্তক প্রণয়নসহ ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতাল শিশুদের জন্য সাঁওতালি বর্ণমালায় পাঠ্যপুস্তক প্রণয়নসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে সাঁওতালদের বেশ কয়েকটি সংগঠন।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম; সাঁওতাল লেখক ফোরাম-বাংলাদেশ, আদিবাসী সাঁওতাল ফেলোশিপ সমিতি-ঢাকা, সান্তাল রানাজোট সমিতি-ঢাকা, সাঁওতাল সমন্বয় পরিষদ, দি সান্তালস টাইমস ডট কম ও সান্তালি নিউজ ২৪. কম। 

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু ৭ দফা দাবি উপস্থাপন করেন। 

দাবিগুলো হলো—২০২৩ সালের মধ্যে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় সাঁওতাল শিশুদের জন্য সাঁওতালি বর্ণমালায় পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ শেষ করা, প্রতিটি জেলায় আদিবাসী কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা, আদিবাসীদের মধ্য থেকে প্রতিনিধি ও কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করা, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকারি উদ্যোগ গ্রহণের পাশাপাশি পৃথক বরাদ্দের ব্যবস্থা করা, টিভি, বেতার ও বিভিন্ন মিডিয়ায় আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যর সঠিক তথ্য তুলে ধরা ও আদিবাসীদের অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করা, সরকারিভাবে আদিবাসীদের মধ্যে বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও খেলাধুলার প্রতিযোগিতা আয়োজন করা, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে পুকুর বা জলমহাল আদিবাসীদের ইজারা দেওয়ার ব্যবস্থা করা এবং আদিবাসীদের জমি-জায়গা, কবর-শ্মশান ও পূজা-পার্বণের স্থান দখল বন্ধে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সিনিয়র সহসভাপতি বদন মুরমু। আরও বক্তব্য রাখেন—সাঁওতাল লেখক ফোরাম-বাংলাদেশের সভাপতি লেখক ও কলামিস্ট মিথুশিলাক মুরমু, মিল্কী সেদেক হাঁসদা, প্রফুল্ল টুডু, শিক্ষার্থী তমা মুরমুসহ অন্যরা।

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে