হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 

শিবচর থানা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে মিজান কাজী (২০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড়সংলগ্ন একটি ইটের ভাটার পাশের ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

নিহত মিজান উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা এলাকার লাভলু কাজীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মিজান। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। আজ শুক্রবার সকালে ওই এলাকার ইটের ভাটার পাশের একটি ভুট্টাখেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

মিজানের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ীর উদ্দেশে রওনা দেওয়ার পর নিখোঁজ হন মিজান। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এরপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। আজ শুক্রবার সকালে কাদিরপুর ইউনিয়নের ভুট্টাখেতে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়।

নিহতের মা মলিনা বেগম বলেন, ‘আমার ছেলেটা ভ্যান চালায়। সন্ধ্যার পর যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আইল না আমার ছেলে।’

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শিবচর উপজেলার পাঁচ্চরসংলগ্ন রেললাইনের পাশ থেকে এক ভ্যানচালক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট