হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর গুলিস্তানে বাসের চাপায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের ওপরের রাস্তায় বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকাল ৯টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের ওপরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। 

দক্ষিণ কেরানীগঞ্জের আইন্টার গ্রামের লাল মিয়ার স্ত্রী হালিমা বেগম। গৃহিণী হালিমার দুই ছেলে ও দুই মেয়ে। 

হালিমার মেয়ের স্বামী আতিকুর রহমান জনি জানান, তিনি ডায়াবেটিসের রোগী। নিয়মিত শাহবাগের বারডেম হাসপাতালে চিকিৎসা নিতেন। চিকিৎসার জন্য আজ সকালেও বাসা থেকে একাই হাসপাতালের উদ্দেশে বের হন। এর কিছুক্ষণ পর পথচারীদের মাধ্যমে খবর পান, গুলিস্তানে দুই বাসের চাপায় আহত হয়েছেন তিনি। পরে পথচারীরা তাঁকে হাসপাতালে ভর্তি করে। 

হালিমা বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. লিটন জানান, গুলিস্তান পাতাল মার্কেটের ওপরের রাস্তায় আহত অবস্থায় পড়ে ছিলেন ওই নারী। তখন ট্রাফিক সার্জেন্ট তাঁর মাধ্যমে নারীকে হাসপাতালে পাঠান। 

মতিঝিল জোনের ট্রাফিক সার্জেন্ট মো. দিদারুল ইসলাম জানান, সকালে পাতাল মার্কেটের ওপরে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের পাশ দিয়ে যাওয়ার সময় মেঘালয় পরিবহনের একটি বাস ওই নারীকে চাপা দেয়। এতে ওই নারী আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান। 

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে