হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাজধানীর গুলশান এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশানে আগে শুধু নিবন্ধিত নির্দিষ্ট রঙের প্যাডেলচালিত রিকশা চলাচল করলেও কয়েক মাস ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এতে গুলশানের সব সড়কে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ অবস্থায় আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত গার্ড নিয়োগ দিয়েছে। যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছিলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে কার্যকর ট্র‍্যাপার বসানোর পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে।

মোহাম্মদ এজাজ আরও বলেন, ‘প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে ইতিমধ্যে ডিএমপি ট্র‍্যাপার (বিশেষ ফাঁদ) লাগানো শুরু করেছে। দেখা যাচ্ছে, আইন না মেনে অনেকে ট্র‍্যাপার উপেক্ষা করে অটোরিকশা চলাচলের চেষ্টা করছে। আমরা এগুলো নিয়ে কাজ করছি। কার্যকর ট্র‍্যাপার বসানোর পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে।’

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা