হোম > সারা দেশ > ঢাকা

হত্যাচেষ্টার মামলায় মুন্সিগঞ্জে ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

সাইফুল ইসলাম ও শফিউল্লাহ শফি। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান ও গজারিয়া উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ও মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন–সিরাজদিখানের বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাইফুল ইসলাম (৫৭) ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফি (৭৭)।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর বেলা পৌনে ১টার দিকে সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জে অভিযান চালায় পুলিশ। সেখানে বাসাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। মামলাটি করেছেন মুন্সিগঞ্জ শহরে ছাত্র আন্দোলনে আহত মো. মঞ্জিল মোল্লা।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার সাইফুল ইসলামকে মুন্সিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’

অপরদিকে গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিককে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মুগদার বাড়ি থেকে বৈষম্যবিরোধী আন্দোলন নামধারী কয়েকজন লোক আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করে। তবে তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তা তার পরিবারের সদস্যরা বলতে পারেনি। এ ঘটনায় তার পরিবারের সদস্য আতঙ্কিত বলে জানা গেছে।

শফিউল্লাহ শফিক মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ এবং মুন্সিগঞ্জ–৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের আস্থাভাজন হিসেবে পরিচিত। তিনি পরপর দুইবার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘গতরাতে তাকে ঢাকার মুগদা বাসা থেকে ছাত্র আন্দোলনের লোকজন আটক করে মুগদা থানা–পুলিশ কাছে সোপর্দ করে। পরে মুন্সিগঞ্জ সদর থানার পুলিশের একটি দল তাকে নিয়ে আসে এবং একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার দুপুরে তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা