হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ নৌকা ঘাটের পাশে মেঘনা নদী থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের উদ্ধার করা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। নিহত ওই ব্যক্তি রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামের মো. নুরু মিয়ার ছেলে ইউসুফ নবী (২৩)।

নিহতের বাবা নুরু মিয়া বলেন, ‘গত সোমবার নরসিংদী সদরের আলোকবালীর মুরাদনগরে পারিবারিকভাবে ললিত উদ্দিনের মেয়ের সঙ্গে বিয়ে দেই। কিন্তু বিয়ের পরের দিন তাঁর লাশ কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার মনে হয় ওই বাড়ির লোকজন আমার ছেলেকে খুন করে নদীতে ফেলে এভাবে নাটক সাজাচ্ছে। আমার ছেলে সাঁতার জানে। এভাবে নদীতে মরার কথা নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ করছি’।

নুরু মিয়া আরও জানান, এখনও মামলা করিনি। পরিবারের লোকজনের আলোচনা করে পরে সিদ্ধান্ত নিব।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘অজ্ঞাত লাশের খবর পেয়ে নৌ ও থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠালে আমরা তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। নিহতের অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্তের কাজ শুরু করব।’

এর আগে গত মঙ্গলবার উপজেলার শ্রীনগর ইউনিয়ের সায়দাবাদঘাট এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন মঙ্গলবার সন্ধ্যায় নৌ পুলিশ ও রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ মর্গে পাঠান। পরে রাতে অজ্ঞাত ওই যুবকের স্বজনরা খবর পেয়ে লাশ নাম পরিচয় শনাক্ত করেন বলে জানা গেছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন