হোম > সারা দেশ > ঢাকা

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় মেয়ের বাড়ি থেকে চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে চোর চক্রের ট্রাকচাপায় সবুর উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার তিল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুর উদ্দিন ওই ইউনিয়নের আকাশী গ্রামের মৃত পণ্ডিত আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের মেয়ে নার্গিস আক্তারের শ্বশুরবাড়ি পাশের দৌলতপুর উপজেলার ঘড়িয়ালা গ্রামে। গতকাল সোমবার রাত ১টার দিকে বাড়ি থেকে দুটি গরু চুরি করে ট্রাকে উঠিয়ে তিল্লির দিকে নিয়ে যায় চোর চক্র। বিষয়টি মোবাইল ফোনে তাঁর বাবা সবুর উদ্দিনকে জানালে তাঁর ভাই শওকতকে সঙ্গে নিয়ে চোর চক্রের গাড়ি থামাতে বাড়ির সামনের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেন। কিন্তু গাড়ি না থামালে গাড়িচাপায় সবুর গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: বোরকা পরে ঢুকে স্কুলড্রেসে বেরিয়ে যান একজন, গৃহকর্মী বলে সন্দেহ

মোহাম্মদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আমি হার্টের রোগী, রিমান্ডে নিলে অ্যাটাক হতে পারে—আদালতকে নাসার নজরুল

হাসিনার রায় নিয়ে পোস্ট: ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ রিমান্ডে

চলে গেলেন প্রবীণ সাংবাদিক মশিউর রহমান সেলিম

সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে

হত্যা মামলায় নাসা গ্রুপের নজরুল তিন দিনের রিমান্ডে

ধর্ম অবমাননার অভিযোগ: তিতুমীর কলেজের শিক্ষার্থী রিমান্ডে

মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক, দারোয়ান পুলিশ হেফাজতে

জুলাইয়ের অজ্ঞাতনামা শহীদ: কবর থেকে মরদেহ তুলে শনাক্তের কাজ শুরু