হোম > সারা দেশ > ঢাকা

নান্দাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো-একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৪) ও আমিনুল ইসলামের মেয়ে তাসলিমা আক্তার লুরা (৩)।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুরা বাড়ির পাশে খেলছিল। সন্ধ্যার দিকে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নেমে পানির নিচ থেকে উদ্ধার করে। পরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আরাফাতের বাবা আশরাফুল ইসলাম বলেন, ‘খেলার ফাঁকে দুজন পুকুরে পড়ে মারা যায়। দুজন সম্পর্কে মামাতো ফুপাতো ভাইবোন। এইভাবে দুটি শিশু পানিতে পড়ে মারা যাবে বুঝতে পারিনি।’ 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে তা জেনেছি ৷ ডিউটি অফিসারের মাধ্যমে খোঁজখবর নিচ্ছি। 

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ