হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেল থেকে যমজ নবজাতকের একজনকে চুরি

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে ঘটনাটি ঘটে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক নারী ২১২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে দুটি যমজ সন্তান জন্ম দেয়। জন্মের পরপরই ২১২ নম্বর ওয়ার্ডের প্রবেশ পথের বারান্দায় দাদির কোলে ছিল। এ সময় সবুজ রঙের একটি বোরকা পরা এক নারী নবজাতকের দাদির সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে ভূমিষ্ঠ হওয়া যমজ নবজাতকের একটি কোলে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। 

বাচ্চু মিয়া আরও জানান, বিষয়টি হাসপাতাল পরিচালককে জানানো হয়েছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে চোরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। 

নবজাতকের বাবা শরিফুল ইসলাম জানান, তাঁদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায়। বর্তমানে ঢাকা জেলার ধামরাই কালামপুর এলাকার থাকেন। তাঁর স্ত্রী সুখী বেগমকে (২৪) গতকাল সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে সিজারের মাধ্যমে সুখী দুটি যমজ মেয়ে সন্তান জন্ম দেন। তাদের আরও একটি ছেলে সন্তান রয়েছে। নবজাতকের দাদি ছিলেন সঙ্গে। দুপুরে এক নারী নবজাতকের দাদির সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং এক নবজাতককে চুরি করে নিয়ে যায়। 

নবজাতকের দাদি হাসিনা বেগম বলেন, ‘সবুজ রঙের বোরকা পরা এক মহিলা ২১২ নম্বর ওয়ার্ডে প্রবেশ পথের বারান্দায় এসে আমার সঙ্গে গল্প জুড়ে দেয়। একপর্যায়ে আমার কোল থেকে একটি সন্তান তার কোলে নেয়। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাইনি।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ভূমিষ্ঠ হওয়া যমজ নবজাতকের একটিকে স্বজনেরা খুঁজে পাচ্ছে না। আমরাও হাসপাতালে সিসিটিভির ফুটেজ দেখার পাশাপাশি পুলিশ প্রশাসন ও অন্য সবাই এ বিষয়ে কাজ করছি। বিস্তারিত ঘটনা পরে জানানো হবে।’

এর আগে গত বছরের ৩১ আগস্ট ঢাকা মেডিকেল থেকে তিন দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছিল। তবে তিন দিন পর নবজাতকটিকে উদ্ধার করেছিল পুলিশ।

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯