হোম > সারা দেশ > ঢাকা

ডিসেম্বরের আগেই চকবাজার থেকে ৫০০ কারখানা সরানো হবে: তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেই রাজধানীর চকবাজার এলাকা থেকে ঝুঁকিপূর্ণ ৫০০ কারখানা ও গুদাম সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে নদীর পাড়ের এই এলাকাটি ঘিরে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র।

আজ বুধবার চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে এ বিষয়ে কথা বলেন তিনি। এ সময় ডিএসসিসির সম্পত্তি বিভাগ ও অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় মেয়র তাপস জানান, চকবাজারে আগুনে পুড়ে যাওয়া রেস্টুরেন্টের ভবনটি অবৈধ। রেস্টুরেন্টটিতে ছিল না কারখানা, গ্যাস ও পানির লাইনের লাইসেন্স। এটি মূলত ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি। তিনি বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই এলাকা থেকে অন্তত ৫০০ কারখানা, গুদাম স্থানান্তর করা হবে। নদী অববাহিকার এই এলাকাটি হবে টুরিস্ট স্পট। কিন্তু এই এলাকায় গুদাম, কারখানা দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে।’

মেয়র তাপস বলেন, ‘আমরা চিরুনি অভিযান পরিচালনা করে এখানে অবৈধ ২ হাজার ৪০০-এর বেশি ভবন শনাক্ত করেছি। পর্যায়ক্রমে এগুলো এখান থেকে সরানো হবে। আমরা ২০১৮ সাল থেকেই এই এলাকায় নতুন ভবনের অনুমোদন দেওয়া বন্ধ রেখেছি। বাণিজ্যের অনুমতি না দেওয়া সত্ত্বেও সে কীভাবে গ্যাস ও বিদ্যুতের সংযোগ পেল, এ বিষয়গুলোর সুরাহা করতে সবগুলো সংস্থাকে একত্রে কাজ করতে হবে। আমাদের তরফ থেকেতো আমরা বাণিজ্য অনুমতি বন্ধ করে রেখেছি। অন্যান্য সংস্থাগুলোরও এসব বিষয় যাচাই-বাছাই করে দেখা উচিত যে, বাণিজ্য অনুমতি ছাড়াই কীভাবে গ্যাস ও বিদ্যুতের সংযোগ তারা পেল।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’