হোম > সারা দেশ > ঢাকা

ডিসেম্বরের আগেই চকবাজার থেকে ৫০০ কারখানা সরানো হবে: তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেই রাজধানীর চকবাজার এলাকা থেকে ঝুঁকিপূর্ণ ৫০০ কারখানা ও গুদাম সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে নদীর পাড়ের এই এলাকাটি ঘিরে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র।

আজ বুধবার চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে এ বিষয়ে কথা বলেন তিনি। এ সময় ডিএসসিসির সম্পত্তি বিভাগ ও অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় মেয়র তাপস জানান, চকবাজারে আগুনে পুড়ে যাওয়া রেস্টুরেন্টের ভবনটি অবৈধ। রেস্টুরেন্টটিতে ছিল না কারখানা, গ্যাস ও পানির লাইনের লাইসেন্স। এটি মূলত ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি। তিনি বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই এলাকা থেকে অন্তত ৫০০ কারখানা, গুদাম স্থানান্তর করা হবে। নদী অববাহিকার এই এলাকাটি হবে টুরিস্ট স্পট। কিন্তু এই এলাকায় গুদাম, কারখানা দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে।’

মেয়র তাপস বলেন, ‘আমরা চিরুনি অভিযান পরিচালনা করে এখানে অবৈধ ২ হাজার ৪০০-এর বেশি ভবন শনাক্ত করেছি। পর্যায়ক্রমে এগুলো এখান থেকে সরানো হবে। আমরা ২০১৮ সাল থেকেই এই এলাকায় নতুন ভবনের অনুমোদন দেওয়া বন্ধ রেখেছি। বাণিজ্যের অনুমতি না দেওয়া সত্ত্বেও সে কীভাবে গ্যাস ও বিদ্যুতের সংযোগ পেল, এ বিষয়গুলোর সুরাহা করতে সবগুলো সংস্থাকে একত্রে কাজ করতে হবে। আমাদের তরফ থেকেতো আমরা বাণিজ্য অনুমতি বন্ধ করে রেখেছি। অন্যান্য সংস্থাগুলোরও এসব বিষয় যাচাই-বাছাই করে দেখা উচিত যে, বাণিজ্য অনুমতি ছাড়াই কীভাবে গ্যাস ও বিদ্যুতের সংযোগ তারা পেল।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে