হোম > সারা দেশ > শরীয়তপুর

নিখোঁজের পরদিন পদ্মা নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে নিখোঁজের পরদিন পদ্মা নদী থেকে তাসনিয়া আফরিন (১৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকায় পদ্মা নদী থেকে নৌ পুলিশ ও স্থানীয় জেলেদের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, তাসনিয়া আফরিন উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনছার আলী মাস্টার কান্দী গ্রামের দুলাল গাজীর ছেলে সাগর গাজীর স্ত্রী। তিন মাস হয় তাদের বিয়ে হয়। 

তাসনিয়ার বাবার বাড়ি শরীয়তপুরের জাজিরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আক্কেল মোহাম্মদ মুন্সি কান্দী গ্রামে। 

আরও জানা গেছে, তাসনিয়ার স্বামী সাগর ঢাকায় টেইলার্সের কাজ করে। তাসনিয়ার পরিবারও ঢাকায় থাকে। এই সুবাদে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। তিন মাস আগে তারা ভালোবেসে বিয়ে করেন। গতকাল শুক্রবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন নববধূ তাসনিয়া আফরিন। এরপর থেকে তাকে খোঁজাখুজি শুরু হয়। আজ দুপুর ১২টার দিকে নৌ পুলিশ ও স্থানীয় জেলেদের সহযোগিতায় জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘আজ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির