হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরের নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ পেলেন ২৮৭ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নব যোগদানকারী ২৫৬ জনসহ মোট ২৮৭ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সহযোগিতায় এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও বোয়িং কোম্পানির আর্থিক পৃষ্ঠপোষকতায় সিভিল অ্যাভিয়েশন একাডেমির আয়োজনে তিন সপ্তাহব্যাপী আইকাও গভর্নমেন্ট সেফটি ইন্সপেক্টর এয়ারওয়ার্দিনেস (জিএসআই-এয়ার) কোর্সটি অনুষ্ঠিত হয়। 

আজ বৃহস্পতিবার কোর্স সম্পন্ন করা প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করে বেবিচক। 

বেবিচক জানায়, প্রশিক্ষণার্থীদের বিহেভিয়র ডিটেকশন, অ্যাভিয়েশন সিকিউরিটি, ক্যাপাসিটি বিল্ডআপের ওপর কোর্স করানো হয়। 
 
সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়িং কোম্পানির প্রতিনিধি রিতিশ পিল্লাই। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিভিল অ্যাভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সিভিল অ্যাভিয়েশন একাডেমির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং যুগোপযোগী আধুনিক প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করার মাধ্যমে সিভিল অ্যাভিয়েশন খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন খাতকে প্রধানমন্ত্রীর স্বপ্নের সিভিল অ্যাভিয়েশন হাব-এ পরিণত করার লক্ষ্যে সিভিল অ্যাভিয়েশন একাডেমিকে কার্যকরী ভূমিকা পালনের সার্বিক নির্দেশনা প্রদান করেন। 

উল্লেখ্য, সিভিল অ্যাভিয়েশন একাডেমি ১৯৭৫ সাল থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সংস্থার কর্মীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে