হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের ক্যান্টিন ভাড়া ১ হাজার টাকা অযৌক্তিক নয়: তদন্ত কমিটি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ৭ হাজার ৫৮০ বর্গফুটের ক্যান্টিন মাসিক ১ হাজার টাকা ভাড়া নির্ধারণ অযৌক্তিক নয় বলে মনে করে তদন্ত কমিটি। 

আজ সোমবার কমিটির প্রতিবেদনের বিষয়টি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চকে অবহিত করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের আইনজীবী। পরে আদালত প্রতিবেদনটি হলফনামা আকারে দাখিলের নির্দেশ দিয়ে আগামী ১২ জুন শুনানির জন্য দিন ধার্য করেন। 

দুই সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের মতামত অংশে বলা হয়, নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের জন্য এই ক্যান্টিন ডিএমটিসিএলের এমআরটি-৬–এর উত্তরা ডিপোর কেপিআইভুক্ত এলাকায় অবস্থিত। যেহেতু এটি অবাণিজ্যিক প্রকৃতির, সেহেতু ‘সৌজন্য ভাড়া’ হিসাবে মাসিক এক হাজার টাকা হারে এক বছরের জন্য (ভ্যাট ও আয়কর ছাড়া) সার্বিক প্রেক্ষাপট ও একই ধরনের অন্যান্য ক্যান্টিনের ভাড়া মূল্য বিবেচনায় অযৌক্তিক বলা যায় না। 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ হাসান চৌধুরী। রিটের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

গত ১৪ মার্চ ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যান্টিন পরিচালনার জন্য ভাড়া দেওয়া তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়া হিসাবে মাসিক ১ হাজার টাকা হারে এক বছরের জন্য ভ্যাট ও আয়কর ছাড়া সর্বমোট ১২ হাজার টাকা মূল্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালিত এমআরটি লাইন-৬-এর উত্তরা ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুট স্টাফ ক্যান্টিন পরিচালনার জন্য দরপত্র ডাকা হয়। পরে ১ জানুয়ারি দাখিল করা ঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার এন্টারপ্রাইজের দরপত্রটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে। 

ওই বিজ্ঞপ্তির বিষয়টি নজরে এলে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। তবে নোটিশের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করেন তিনি। ওই রিটের পরিপ্রেক্ষিতে ডিএমটিসিএল’র ক্যান্টিন মাসিক ১ হাজার টাকায় ভাড়া দেওয়ার ঘটনা গত ২১ মার্চ তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়।

আরও খবর পড়ুন:

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত