হোম > সারা দেশ > ঢাকা

রপ্তানিকারকদের জন্য তৈরি হচ্ছিল ৫০০ টাকার নকল রেভিনিউ স্ট্যাম্প

সাভার (ঢাকা) প্রতিনিধি

কোনো পণ্য রপ্তানি করতে ৫০০ টাকার রেভিনিউ স্ট্যাম্পের প্রয়োজন হয়। এই নিয়মের সুযোগ নিয়ে শিল্পাঞ্চল সাভারের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে বিপুল পরিমাণ ৫০০ টাকার নকল স্ট্যাম্প সরবরাহের চেষ্টা করছিল একটি চক্র। ইতিমধ্যে কয়েকটি শিল্প কারখানায় তারা বেশ কিছু নকল স্ট্যাম্প সরবরাহও করেছে। 

২ কোটি টাকার নকল স্ট্যাম্পসহ ওই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য দিয়েছে পুলিশ। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে তারা কাজ করছে বলে জানিয়েছে। 

আজ রোববার দুপুরে এ বিষয়ে জানাতে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী। এর আগে শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল ও গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে আশুলিয়া থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আসিফ ইকবাল (৩৮) ও মো. জুয়েল মোল্লা (৪২)। 

পুলিশ বলছে, তারা প্রিন্টিং প্রেসের কাজে পারদর্শী বলে প্রাথমিকভাবে জেনেছেন। অভিযুক্তদের কাছ থেকে ১০ টাকা মূল্যের ১৫ হাজার ৮০০টি ও ৫০০ টাকার ৪০ হাজারটি নকল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়েছে, যার মূল্য ২ কোটি ২ লাখ ৫৮ হাজার টাকা। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, আশুলিয়ার ডংলিয়ন ফ্যাশন বিডি নামে একটি রপ্তানি পোশাক কারখানায় নকল স্ট্যাম্প কেনাবেচা চলছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে চক্রের সদস্য আসিফ ইকবালকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে গাজীপুর থেকে জুয়েল মোল্লাকেও আটক করে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছে পুলিশ। 

চক্রের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘সাভার-আশুলিয়ায় প্রচুর রপ্তানিকারক প্রতিষ্ঠান আছে। আর রপ্তানি করার সময় ৫০০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগে। চক্রটি ৫০০ টাকার স্ট্যাম্প তৈরি করে সেই সব প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করার টার্গেট নিয়েছিল। চক্রটি বেশ কিছু কারখানায় ইতিমধ্যে নকল স্ট্যাম্প সরবরাহ করেছে। এতে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব হারিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এ ছাড়া সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে বেতনের সময় ১০ টাকার স্ট্যাম্প ব্যবহৃত হয়। তাঁরা ১০ টাকার স্ট্যাম্পও নকল করেছিল।’

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’