হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে কেন্দ্রে যাওয়ার পথে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় কাউসার হোসেন (১৬) নামের মোটরসাইকেলচালক এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার জাগির এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছিল। আজ সকালে কৃষি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ কাউসার হোসেনের কৃষি ব্যবহারিক পরীক্ষা ছিল। সকালে মোটরসাইকেল নিয়ে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাচ্ছিল কাউসার। মহাসড়কের জাগির এলাকায় গেলে ঢাকামুখী ট্রাকচাপায় দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকচালককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় দুর্ঘটনাজনিত মামলার প্রস্তুতি চলছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে