হোম > সারা দেশ > ঢাকা

দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার) শাহিদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া সিলেট মহানগরের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বর্তমানে শেরপুরে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত) সাদেক কাউসার দস্তগীরকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গত বছরেরে ৩০ অক্টোবর গ্রেপ্তার করা হয়।

২০১৮ সালের চাকরি আইনের ৩৯ (২) ধারা অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সিলেট মহানগরের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট কোতোয়ালি থানায় দায়েরকৃত হত্যা মামলায় গত বছরের ১৮ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। বরখাস্তের সময়ে তিনি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত